News71.com
 Bangladesh
 10 Mar 23, 07:45 PM
 864           
 0
 10 Mar 23, 07:45 PM

ডাচ বাংলা ব্যাংক এজেন্টের সাড়ে ৬ লাখ টাকা চুরি।।

ডাচ বাংলা ব্যাংক এজেন্টের সাড়ে ৬ লাখ টাকা চুরি।।

 

 

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে দিন-দুপুরে সাড়ে ৬ লাখ টাকা চুরি হয়ে গেছে। শুক্রবার (১০ মার্চ)সকাল ১১টায় উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকে এ চুরির ঘটনা ঘটে। ব্যাংকের সুনামগঞ্জ শাখার তত্ত্বাবধানে থাকা এজেন্ট ব্যাংক আয়ন স্টোরের পরিচালক মো. কাউসার আলম এ তথ্য জানান।

 

তিনি বলেন, আজ সকাল প্রায় ১১টায় এজেন্ট ব্যাংক অফিসের শাটার খোলা রেখেই জরুরি কাজে পার্শ্ববর্তী দোকানে গিয়েছিলাম। প্রায় আধাঘণ্টা পরে এসে দেখি তার অফিসের ড্রয়ারে রাখা ৬ লাখ ৩০ হাজার টাকা নেই।  দ্রুত সিসি ক্যামেরা ফুটেজ খুলে দেখতে পাই একজন লোক অফিসে ঢুকে শপিং বেগে ভরে টাকাগুলো নিয়ে গেছে। ফুটেজে তার চেহারা স্পষ্ট নয়। এরপর চুরির ঘটনাটি বিশ্বম্ভরপুর থানাকে জানাই। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ফুটেজ নিয়ে চোরকে শনাক্তের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন