নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- মো. রানা (২৮) ও মো. বাহার উদ্দিন (২৮)। র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি লরি, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।