News71.com
 Bangladesh
 01 Oct 22, 12:39 AM
 2000           
 0
 01 Oct 22, 12:39 AM

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার।। স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভোলা সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাইকে নিয়ে। এদেশ সবার রক্তে রঞ্জিত। আমারা সবাইকে নিয়ে চলবো। উৎসব সবার ধর্ম যার যার- এ ধারা অব্যাহত থাকায় আমরা সবাই এগিয়ে চলছি। এগিয়ে যাবার সৈনিক হিসেবে সকলে কাজ করছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ আমাদের রুখতে পারবে না। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী।সেখানেই কথাগুলো বলেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে। আসাদুজ্জামান খান বলেন, যতদিন প্রধানমন্ত্রী থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চলতি বছর দুর্গাপূজার আয়োজন সম্পর্কে তিনি বলেন, এ বছর পূজার নিরাপত্তায় সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কুমিল্লার মতো ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও ভলেনটিয়ার রাখার কথা বলা হয়েছে। এ বছর পূজায় কোনো আশংকা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন