News71.com
 Bangladesh
 28 Aug 22, 10:29 PM
 908           
 0
 28 Aug 22, 10:29 PM

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা।। প্রাণ গেল ২ আরোহীর

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা।। প্রাণ গেল ২ আরোহীর

নিউজ ডেস্কঃ  পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাউফলের কোনাপুরা এলাকার সেকান্দার সর্দারের ছেলে মো. এলমাস  সরদার (৪০) এবং নুরাইনপুর এলাকার হাফিজুর রহমান মৃধার ছেলে মো. ইলিয়াস হোসেন বাবলু (৪৫)।জানা গেছে, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেলে পটুয়াখালী যাচ্ছিলেন এলমাস ও ইলিয়াস। তারা সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসা এলাকায় বাউফলগামী একটি মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এসময় তাদের মোটরসাইকেলটি গাছের সঙ্গে সজোরো ধাক্কা খায়। এতে তারা গুরত্র আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বিকেলে উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের সড়ক দ্রুত গতিতে অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন