News71.com
 Bangladesh
 26 Aug 22, 10:06 PM
 1689           
 0
 26 Aug 22, 10:06 PM

সিলেটে শোকসভায় আ.লীগের ২ গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি।। 

সিলেটে শোকসভায় আ.লীগের ২ গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি।। 

নিউজ ডেস্কঃ  সিলেটে শোকসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার একটি কনভেনশন হলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় মারামারির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ স্থানীয় ময়ূরকুঞ্জ কনভেনশন হলে শোকসভার আয়োজন করে। এতে অতিথি হিসেবে যোগ দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। শোকসভা শুরুর পর বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার শোকসভা শুরু হয়। দলীয় সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আসম মিসবাহের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একটি পক্ষ সভায় হঠাৎ প্রবেশ করে স্লোগান ধরলে উত্তেজনার পর চেয়ার ছোড়াছুড়ি হয়।  ওই সময় উপস্থিত নেতাকর্মীরা দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় হলের বাইরেও উভয় পক্ষের কিছু নেতাকর্মী মারামারিতে জড়িয়ে পড়েন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন