News71.com
 Bangladesh
 02 Aug 22, 12:27 PM
 709           
 0
 02 Aug 22, 12:27 PM

১৫ আগস্টের হত্যাকাণ্ড গণহত্যার শামিল।। শেখ পরশ

১৫ আগস্টের হত্যাকাণ্ড গণহত্যার শামিল।। শেখ পরশ

নিউজ ডেস্কঃ  ১৫ আগস্টের হত্যাকাণ্ড গণহত্যার সামিল বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান তিনি। সোমবার (১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগস্ট মাসব্যাপী কোরআন খতম, দোয়া ও অসহায়-দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির প্রথম দিনে আয়োজিত আলোচনা সভা তিনি এ দাবি জানান।  বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
 
সভায় শেখ ফজলে শামস পরশ বলেন, এই শোকের মাস আগস্টে বাংলার ইতিহাসে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, ন্যক্কারজনক এবং জঘন্যতম হত্যাকাণ্ড চালানো হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ওপর। এ হত্যাকাণ্ড ছিল সুদূরপ্রসারী ও পরিকল্পিত। এ হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শত্রুরা প্রতিশোধ নিয়েছিল বাঙালি জাতির ওপর। এই হত্যাকাণ্ড ছিল ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী দেশি-বিদেশি পরাজিত শক্তির প্রতিশোধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন