News71.com
 Bangladesh
 02 Aug 22, 12:26 PM
 734           
 0
 02 Aug 22, 12:26 PM

ভ্রাম্যমাণ রেল জাদুঘরের যাত্রা শুরু।।

ভ্রাম্যমাণ রেল জাদুঘরের যাত্রা শুরু।।

নিউজ ডেস্কঃ রেলের ইতিহাসে প্রথম ভ্রাম্যমাণ রেল জাদুঘর যাত্রা শুরু করেছে। এ জাদুঘরের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  একটি মিটারগেজ ও একটি ব্রডগেজ কোচ নিয়ে তৈরি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। দুটি কোচের একটি থাকবে দেশের পূর্বাঞ্চলে অন্যটি থাকবে পশ্চিমাঞ্চলের রেলস্টেশনে। সোমবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে জাদুঘরের বগিটি রাখা হয়। জাতির পিতার বেড়ে ওঠা ও কর্মময় জীবনের ঘটনাগুলো নিয়ে ধারাবাহিক ১২টি পর্বে নির্মাণ করা হয়েছে জাদুঘরটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ আর ইতিহাসের সমন্বয়ে তৈরি করা হয়েছে এ জাদুঘর। 

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে জাদুঘরটি পাঁচ দিন থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা এটি দেখতে পারবে। এ জাদুঘর ধারাবাহিকভাবে বিভিন্ন স্টেশনে থাকবে। রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে একটি জাদুঘর থাকবে ১ থেকে ৫ আগস্ট, ভাটিয়ারী স্টেশনে থাকবে ৫ থেকে ৭ আগস্ট, সীতাকুণ্ড স্টেশনে থাকবে ৭ থেকে ৯ আগস্ট, চিনকি আস্তানা স্টেশনে থাকবে ৯ থেকে ১১ আগস্ট, ফেনী জংশনে থাকবে ১১ থেকে ১৫ আগস্ট, গুনবতী স্টেশনে থাকবে ১৪ থেকে ১৭ আগস্ট, নাঙ্গলকোর্ট স্টেশনে থাকবে ১৬ থেকে ১৯ আগস্ট, লাকসাম জংশনে থাকবে ১৮ থেকে ২৩ আগস্ট, চৌমুহনী স্টেশনে থাকবে ২৪ থেকে ২৫ আগস্ট, মাইজদীকোর্ট স্টেশনে থাকবে ২৬ থেকে ২৭ আগস্ট, নোয়াখালী স্টেশনে থাকবে ২৮ থেকে ২৯ আগস্ট, চাঁদপুর স্টেশনে থাকবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, কুমিল্লা স্টেশনে থাকবে ২ থেকে ৪ নভেম্বর, আখাউড়া স্টেশনে থাকবে ৫ থেকে ৮ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থাকবে ৯ থেকে ১০ নভেম্বর, ভৈরব স্টেশনে থাকবে ১১ থেকে ১২ নভেম্বর, নরসিংদী স্টেশনে থাকবে ১৩ থেকে ১৪ নভেম্বর, টঙ্গী জংশনে থাকবে ১৫ থেকে ১৬ নভেম্বর এবং ক্যান্টনমেন্ট স্টেশনে থাকবে ১৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন