News71.com
 Bangladesh
 01 Aug 22, 10:20 PM
 763           
 0
 01 Aug 22, 10:20 PM

যুদ্ধ শুরুর পর প্রথম মোংলা বন্দরে আসলো রাশিয়ান জাহাজ।।

যুদ্ধ শুরুর পর প্রথম মোংলা বন্দরে আসলো রাশিয়ান জাহাজ।।

নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মোংলা সমুদ্র বন্দরে পণ্য নিয়ে এসেছে একটি রাশিয়ান জাহাজ। সোমবার (১ আগস্ট) বিকেল ৪টায় মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতে ভীড়ে রাশিয়ান পতাকাবাহী 'এমভি কামিল্লা' জাহাজটি নোঙর করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ান কোনো জাহাজ মোংলায় আসলো। এর আগে গত ২৮ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি রাশিয়ার তামারুক বন্দর ত্যাগ করে। জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের তিন হাজার ৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে।

এসব পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল বাংলানিউজকে বলেন, আমরা সন্ধ্যা থেকে পণ্য খালাস করার চেষ্টা করব। পরবর্তীতে এগুলো যতো দ্রুত সম্ভব রংপুরে পাঠানো হবে। মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসে এসব পণ্য। তবে রাশিয়া ইউক্রেন-যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভালো। তাই এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে পণ্য আসবে বলে আশা করা যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন