News71.com
 Bangladesh
 01 Aug 22, 11:34 AM
 635           
 0
 01 Aug 22, 11:34 AM

ভাবমূর্তির সংকট দেখছে ইসি।।তথ্যমন্ত্রী বললেন আস্থা আছে

ভাবমূর্তির সংকট দেখছে ইসি।।তথ্যমন্ত্রী বললেন আস্থা আছে

নিউজ ডেস্কঃ  বিদ্যমান রাজনৈতিক আলোচনার মধ্যে নিজেদের ভাবমূর্তির সংকট দেখছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সংশয়কে উড়িয়ে দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে।রোববার (৩১ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার বক্তব্যে জের ধরে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমরা যখন থেকে দায়িত্ব নিয়েছি ঠিক তখন থেকে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি ইসিতে কোনো রকম কাজের পরিবেশ নেই। কোনো রকম কাজ করার সুযোগ নেই। তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। এটাতে মনে হয়েছে, নির্বাচন কমিশনের ভাবমূর্তি একেবারে নেই এবং ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, ভোটারাও ভোট দিতে আগ্রহী না, তারা কেন্দ্রে আসতে চায় না। তারা নির্বাচনে কোনো আনন্দ বা আগ্রহই পাচ্ছে না। এই যে বিষয়গুলো এগুলো এখন আমাদের জন্য, নির্বাচন কমিশনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি, আমাদের এই ভাবমূর্তি ফিরিয়ে আনাটা খুবই জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন