News71.com
 Bangladesh
 31 Jul 22, 11:43 AM
 1231           
 0
 31 Jul 22, 11:43 AM

সরকার জাতিকে বিদ্যুৎ উৎপাদনের মিথ্যা গল্প শুনিয়েছে।।ড. মঈন খান

সরকার জাতিকে বিদ্যুৎ উৎপাদনের মিথ্যা গল্প শুনিয়েছে।।ড. মঈন খান

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকার হাজার হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের গল্প শুনিয়ে দেশকে ভয়াবহ লোডশেডিংয়ের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে সরকারের আশির্বাদিপুষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সরকারের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে সাধারণ জণগনকে। শনিবার (৩০ জুলাই) সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সিলেট বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব বলেন।
 
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিনাভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। দেশে আইনের শাসন নেই, খাদ্য, বস্ত্র, বাসস্থান শিক্ষার অধিকার নেই। কথা বলার অধিকার নেই। তারা (সরকার) মেগা উন্নয়নের মিথ্যা বুলি দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে। এজন্য সরকারকে অবশ্যই জবাবদিহী করতে হবে। এই সরকারের হাত থেকে দেশের অধিকারবঞ্চিত মানুষকে মুক্ত করতে আমাদের সংগ্রাম চলছে, চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন