
নিউজ ডেস্ক: ভারতের আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল সংযোগ স্থাপনের জন্য জমি অধিগ্রহণের কাজ খুব দ্রুতই শুরু করা হবে বলেছেন ভারতীয় কর্মকর্তারা। পূর্ব ত্রিপুরা ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট আজ বলেছেন, জমি অধিগ্রহণের প্রয়োজনীয় অর্থ ছাড় করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়।
আগরতলা ও আখাউড়ার মধ্যে ১৫.০৫৪ কিলোমিটার দীর্ঘের রেল সংযোগ স্থাপনের কাজ ২০১৭ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। আর এর মধ্যে ৫ কিলোমিটার আগরতলায় এবং বাকি অংশ বাংলাদেশে সম্পন্ন হবে। বাংলাদেশ ও ভারতীয় দুই অংশের এই রেললাইন বসানোর খরচ ভারত সরকার বহন করবে। ২০১০ সালের নয়াদিল্লি সফরের সময় আখাউড়া-আগরতলা রেলওয়ে সংযোগ স্থাপনের বিষয়ে ঐকমত প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ত্রিপুরার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিলিন্দ রামটেকে বলেন, আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপনের ভারতীয় অংশের জন্য ৯৭ কোটি রূপি দেয়া হয়েছে। রাজ্য সরকারকে এই অর্থ দেয়া হয়েছে এবং ভারতীয় অংশের সীমান্তের ৫ কিলোমিটার এলাকায় জমি অধিগ্রহণ করা হবে। আমাদের জমির মালিকদের নোটিশ পাঠাতে হবে তাই সব মিলিয়ে প্রক্রিয়াটি শেষ করতে তিন মাসের মতো সময় লাগবে। আবাদযোগ্য জমি রক্ষা করতে ভারতীয় অংশে ৩.৭ কিলোমিটার দৈর্ঘের ফ্লাইওভার নির্মিত হবে যার খরচ তাদের সরকার বহন করবে বলেছেন মিলিন্দ।
ভারতের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ৫৮০ কোটি রূপি বরাদ্দ দিয়েছে। আর এর মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মধ্যে রেলসংযোগ স্থাপন করতে আশা ব্যাক্ত করেছেন। আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ বাংলাদেশ ও ভারতের রেলওয়ের মধ্যে সংযোগ স্থাপন করবে যেটি দুইদেশের যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, এই সংযোগ স্থাপিত হলে আগরতলা ও কলকাতার দুরত্ব রেলপথে ১৭০০ কিলোমিটার থেকে মাত্র ৩৫০ কিলোমিটারে নেমে আসবে যদি ভারতীয় যাত্রীদের বাংলাদেশের মধ্যে দিয়ে চলাচলের অনুমোদন দেয়া হয়।