News71.com
 Bangladesh
 27 Jul 22, 06:09 PM
 1195           
 0
 27 Jul 22, 06:09 PM

শাবির বুলবুল হত্যার পেছনে ছিনতাই।।পুলিশ

শাবির বুলবুল হত্যার পেছনে ছিনতাই।।পুলিশ

নিউজ ডেস্কঃ ছিনতাইকারীদের ছুরিকাঘাতেই’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, আটক, জিজ্ঞাসাবাদ বিষয়ে জানাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় করা এ সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত তারা এই ঘটনার সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্কের সংশ্লিষ্টতা খুঁজে পাননি।সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের ভেতরে ছুরিকাঘাতে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রী সঙ্গে ছিলেন।ওই ছাত্রীর ভাষ্য, তিনজন মাস্ক পরা লোক এসে বুলবুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনায় তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটি গঠন করে। এর আগেই বুলবুলের সহপাঠীরা আন্দোলনে নেমে খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়। হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় সোমবার রাতে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, এখন পর্যন্ত এ মামলায় মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের পাশের টিলারগাঁও এলাকার মো. গোলাব আহমেদের ছেলে কামরুল ইসলাম (২৯), আনিছ আলীর ছেলে আবুল হোসেন (১৯) ও তছির আলীর ছেলে মোহাম্মদ হাসান (১৯)।প্রথম আটক করা হয় আবুল হোসেনকে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়। পরে কামরুলের স্বীকারোক্তির ভিত্তিতে তার টিলারগাঁওয়ের বাসা থেকে বুলবুল হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কামরুল নিজে এগুলো বের করে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন