News71.com
 Bangladesh
 27 Jun 22, 04:36 PM
 1170           
 0
 27 Jun 22, 04:36 PM

হঠাৎ মোটরসাইকেল বন্ধ।। বিপাকে দু’পাড়ের যাত্রীরা

হঠাৎ মোটরসাইকেল বন্ধ।। বিপাকে দু’পাড়ের যাত্রীরা

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে প্রথম দিনেই দুর্ঘটনার কারণে হঠাৎ করেই সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। এমন সিদ্ধান্তে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।

প্রসঙ্গত, রোববার (২৬ জুন) ভোর ছয়টা থেকে সব ধরনের যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। কিন্তু বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে রাত ১০টায় মারাত্বক দুর্ঘটনায় দু’জন মারা যান। এর পরপরই সেতু বিভাগ পদ্মা সেতুর ওপর দিয়ে সব ধরনের মোটরসাইকেল (২৭ জুন থেকে) অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে। মাওয়া টোল প্লাজায় মোটরসাইকেল গেলেই পুলিশ বাধা দিচ্ছে। হঠাৎ করে মোটরসাইকেল বন্ধ হওয়াতে বিপাকে পড়েছেন পদ্মার এপাড়-ওপাড়ের মানুষ। ভোর থেকেই বঙ্গবন্ধু মহাসড়কে মোটরসাইকেল চলাচলের সংখ্যা ছিলে হাতে গোনার মতো। দোলাইপাড়, পোস্তগোলা টোলবক্স, শীতলক্ষা টোল বক্সের সামনে মোটরসাইকেল ছিল না বললেই চলে। আর যাদের দেখা মিলেছিল তারা স্থানীয় বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন