News71.com
 Bangladesh
 26 Jun 22, 07:18 PM
 1315           
 0
 26 Jun 22, 07:18 PM

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনা হবে।।স্বরাষ্ট্রমন্ত্রী

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনা হবে।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে বিঘ্ন সৃষ্টি এবং `৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগানের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্তদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাদের দমনে সরকার অত্যন্ত কঠোর বলেও তিনি জানান। রোববার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধাারিত প্রশ্ন উত্তর পর্বে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য রুমানা আলীর এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ অবস্থান ব্যক্ত করেন। 

রোববারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনে সভাপতিত্ব করেন। আসাদুজ্জামান খান বলেন, সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানসহ কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলেই দেশের সকল বড় বড় প্রকল্প বাস্তবায়নসহ প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু স্বাধীনতার বিপক্ষের অপশক্তি দেশের উন্নয়ন চায় না। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন