
নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ব্র্যান্ডের মোবাইল ফোনসেট, মেমোরি কার্ড, ট্যাব, বিদেশি সিগারেট ও ঘড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্তৃপক্ষ। গতকাল দিবাগত রাতে বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্যসামগ্রী আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক হওয়া এইসব পণ্যের বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এসব মালামালগুলো বিটিআরসির অনুমোদন ছাড়া হংকং থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি বলেন, আটক করা পণ্যগুলো এয়ারফ্রেইটের মেইন এয়ার হাউজ ২ এর ভেতর থেকে পাওয়া যায়। পণ্যগুলোর মধ্যে রয়েছে ২৬৯ পিস মোবাইল ফোন সেট, ৩৮ হাজার ৭২০ পিস মেমোরি কার্ড, ১৬ পিস অ্যাপেল স্মার্ট ঘড়ি ও ৬৭ পিস নোটপ্যাড। আটক করা মোবাইলগুলোর মধ্যে আইফোন সিক্র, সিক্রপ্লাস, স্যামসাং জে ফাইভ, জে সেভেন ও নেক্রাস ফাইভ এসআই ইত্যাদি। এছাড়া ঘড়িগুলোর মধ্যে রয়েছে অ্যাপেল স্পোটর্স মডেল কোম্পানির। ট্যাবগুলো স্যামসাং ব্রান্ডের তৈরি এবং মেমোরি কার্ড ৪,৮ ও ১৬ জিবি।
গত ৫ জুন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারওয়ে বিল ৮৫১-২৫৪৭১২৫ এর মাধ্যমে এসব বাংলাদেশে আনা হয়েছে। মোট ৪টি মাস্টার কার্টনে এসব পণ্য সামগ্রী প্যার্কিং করা ছিল। মালামাল গুলো হংকং থেকে এইচ এক্র-৯০৬১ বিমানে ইলেকট্রনিক্স পণ্য ঘোষণা দিয়ে আনা হয়েছে। আটক করা পণ্যগুলো বিমানবন্দরের এয়ারফ্রেইটের মেইন ২ নম্বর এয়ার হাউজ এর ভেতর থেকে উদ্ধার করা হয়।
আবার হংকং থেকে আনা ই ওয়াই ৯৬০ এর মাধ্যমে ঢাকায় আনা এয়ারওয়ে বিল ৯৯৭-৬৬০০০০২৩ এর ৪টি কার্টুনে ৬৭পিস প্যাড আটক করা হয়েছে। চৌধুরী ট্রেডার্স এর নামে এসব মালামাল আনা হয়েছে। যার ঠিকানা লেখা রয়েছে রাজধানীর দক্ষিণখান থানাধীন ১১৪/১,মসজিদ রোড। এসব পণ্য ৪২৭ কার্টুনে একটি কমার্শিয়াল পণ্যের সঙ্গে বিমানবন্দর দিয়ে বের করলে ১ নম্বর গেটের বাইরে থেকে আটক করা হয়।
পৃথক পৃথক ঘটনায় আটক করা পণ্যগুলো ঢাকা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।