News71.com
 Bangladesh
 05 Jul 16, 07:34 PM
 384           
 0
 05 Jul 16, 07:34 PM

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির দেয়াল ধসে শিশু নিহত।

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির দেয়াল ধসে শিশু নিহত।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে বৃষ্টি নামে ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি নয়াদিল গ্রামের ইমাম হোসেনের মেয়ে। এই ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন। তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নয়াদিল গ্রামে বৃষ্টিতে ভিজে ইমাম হোসেনের ঘরের মাটির দেয়ালটি ধসে পড়ে। এসময় ঘরের সামনে শিশু কোলে নিয়ে কাজ করা অবস্থায় মা বকুল বেগম দেয়াল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই বৃষ্টি মারা যায়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বকুল বেগমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন