News71.com
 Bangladesh
 05 Jul 16, 06:47 PM
 367           
 0
 05 Jul 16, 06:47 PM

যানজট,বৃষ্টিতে নাকাল ঘরমুখো মানুষ।।

যানজট,বৃষ্টিতে নাকাল ঘরমুখো মানুষ।।

নিউজ ডেস্কঃ আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ নতুবা পরশু। সে হিসেবে ঈদের আর মাত্র এক বা দুদিন বাকি। পরিবারের সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছেড়ে যাচ্ছেন ঘরমুখো মানুষ। কিন্তু একদিকে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানজট এবং তার ওপর থেমে থেমে বৃষ্টি, সব মিলিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি রাজধানীতে পরিবহন সঙ্কটের কারণে বাসা থেকে টার্মিনাল, স্টেশন কিংবা লঞ্চঘাটে পৌঁছাতেও ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে। বৃষ্টির কারণে সিএনজি অটোরিক্সাগুলো ভাড়া হাকাচ্ছে দ্বিগুণ কিংবা ক্ষেত্র বিশেষে তিনগুণ পর্যন্ত।

অন্যদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগের দিনগুলোর তুলনায় আগামী দু’দিন বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন তারা। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফুর রহমান বলেন, দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। সকালে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন