News71.com
 Bangladesh
 05 Jul 16, 02:09 PM
 374           
 0
 05 Jul 16, 02:09 PM

কুমিল্লায় বাস উল্টে যাত্রী নিহত ১।।আহত ৮

কুমিল্লায় বাস উল্টে যাত্রী নিহত ১।।আহত ৮

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে এক যাত্রী নিহত ও ৮ যাত্রী আহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘরে এ ঘটনা ঘটে।

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুল্লাহ জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া পরিবহনের একটি বাস চান্দিনার খাদঘরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে এক যাত্রী নিহত ও আট যাত্রী আহত হয়।

তিনি আরও জানান, নিহত যাত্রী আনুমানিক ৫০ বছর বয়সের পুরুষ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন