
নিউজ ডেস্ক: বরিশালের কীর্তনখোলা নদীতে গতকাল সোমবার ভোরে স্টিমার পিএস মাহসুদকে ধাক্কার ঘটনায় সুরভী-৭ লঞ্চের রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়েছে। তার সঙ্গে এই ঘটনায় লঞ্চের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ শাখার প্রধান মোবারক হোসেন মজুমদার গতকাল দুপুরে এ তথ্য বলেন।
তিনি আরও বলেন, এরই মধ্যে লঞ্চের রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিএ উদ্যোগী হয়েই এই মামলা করবে।
মোবারক হোসেন বলেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত ৫জন নিহত ও ৯জন আহত হওয়ার খবর বিআইডব্লিউটিএর হাতে এসেছে।