
নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে জঙ্গি হামলায় উদ্ধার অভিযানে অংশ নেয়া নিহত গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিনের পরিবারকে ২০ লক্ষ করে মোট ৪০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক।
আজ দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, গুলশানের ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারকে ঈদের পরে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা দেবো এই দুই পরিবারে। এছাড়াও রবিউলের স্ত্রীর জন্য ব্যাংকে চাকরির ব্যবস্থা করবো।
সকল পুলিশ সদস্যদের উদ্দেশ করে আইজিপি আরও বলেন, নিহত দুজনের পরিবার এখন থেকে আমাদের পরিবার। আপনারা সর্বোচ্চটা দিয়ে তাদের যেকোনো প্রয়োজনে সহযোগীতা করবেন।
এছাড়া শোকসভায় আরও বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ, গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ প্রমুখ।