News71.com
 Bangladesh
 04 Jul 16, 04:42 PM
 440           
 0
 04 Jul 16, 04:42 PM

সিরাজগঞ্জে কলেজ সরকারিকরণের দাবিতে মহাসড়ক অবরোধ।।

সিরাজগঞ্জে কলেজ সরকারিকরণের দাবিতে মহাসড়ক অবরোধ।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের ঐতিহ্যবাহী চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ সরকারিকরণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-ছাত্রীরা। আজ দুপুর ১২টার দিকে ছাত্র-ছাত্রীরা মিছিল নিয়ে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ঈদের আগে অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি ঘরফেরা মানুষ চরম দুর্ভোগে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ছাত্র-ছাত্রীরা জানান, ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ৯৬ এর প্রহসন মুলক নির্বাচন প্রতিহত করতে গিয়ে কলেজের ছাত্রনেতা আনন্দ, বুলবুল, জসমত ও রানা নিহত হয়। ফলাফলের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ রাখতে কলেজের ভূমিকা সর্বজন স্বীকৃত। এতোকিছুর পরেও কলেজের অধ্যক্ষ মহোদয় ও কলেজ পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দের অভাবে কলেজটি এখনো সরকারি করা হয়নি। এ সময় ছাত্র-ছাত্রীরা স্বল্প সময়ের মধ্যে কলেজটি সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, স্বল্প সময়ের জন্য ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করেছিল। ঈদের আগে যাত্রীদের দুর্ভোগের কথা বোঝানোর পর তারা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন