News71.com
 Bangladesh
 04 Jul 16, 02:52 PM
 558           
 0
 04 Jul 16, 02:52 PM

সাতক্ষীরায় পুরোহিত হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।।

সাতক্ষীরায় পুরোহিত হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১২ টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির পালিত হয়। সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সংগঠনের সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংবাদিক অসীম বরন চক্রবর্তী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন