News71.com
 Bangladesh
 04 Jul 16, 12:00 PM
 517           
 0
 04 Jul 16, 12:00 PM

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২।। আহত ৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২।। আহত ৩

নিউজ ডেস্কঃ বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এর দু'যাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন। আজ ভোরে বিপরীতমুখী একটি ট্রাককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুয়া এলাকার মনিরুল ইসলামের ছেলে রনি হাওলাদার (২২) ও একই এলাকার কবির খলিফার ছেলে বেল্লাল হোসেন (২৩)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন।

এদিকে, আহতদের মধ্যে রুবেল ও আরিফ নামে দু'জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ‍ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই মাইক্রোবাস রিজার্ভ করে ঢাকা থেকে বরিশালে আসছিলেন কয়েকজন। ভোরে মহাসড়কের ভুরঘাটা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় মাইক্রোবাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন