News71.com
 Bangladesh
 04 Jul 16, 11:42 AM
 351           
 0
 04 Jul 16, 11:42 AM

গুলশান জঙ্গী হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।।

গুলশান জঙ্গী হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে স্প্যানিশ হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টা ৫ মিনিটে আর্মি স্টেডিয়ামে ফুল দিয়ে নিহতদের প্রতি এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। সেইসঙ্গে সাধারণ মানুষও গুলশান ট্রাজেডির ঘটনায় নিহতদের প্রতি তাদের শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছে।

আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান থেকে এ ঘটনায় নিহত বিদেশি নাগরিকদের মরদেহ তাদের আত্মীয়স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত ১ জুলাইয়ের সন্ত্রাসী হামলায় মোট ১৭ জন বিদেশি প্রাণ হারান। এর মধ্যে নয়জন ইতালিয়, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন