News71.com
 Bangladesh
 04 Jul 16, 11:40 AM
 414           
 0
 04 Jul 16, 11:40 AM

পঞ্চগড়ে রাস্তা থেকে নবজাতক উদ্ধার।।

পঞ্চগড়ে রাস্তা থেকে নবজাতক উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে রাস্তায় ফেলে রাখা অবস্থায় একদিন বয়সী এক নবজাতককে (ছেলে) উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দীন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বানিয়াপট্টি এলাকায় পঞ্চগড়-টুনিরহাট সড়কের পাশে হাসিবুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন।

শিশুটি একটি পুরোনো লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে নিয়ে যায়।

তিনি বলেন, শিশুটি সুস্থ রয়েছে। স্থানীয় এক প্রসূতি মায়ের মাধ্যমে তাকে বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো জানান, জন্মের পরপরই শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। তাকে কার কাছে রাখা হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন