News71.com
 Bangladesh
 04 Jul 16, 11:34 AM
 368           
 0
 04 Jul 16, 11:34 AM

বরিশালে লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫।।

বরিশালে লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫।।

 

নিউজ ডেস্কঃ বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী সুরভি-৭ লঞ্চের সঙ্গে বরিশালগামী পিএস মাহসুদ স্টিমারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও চারজন। আজ ভোর ৪টার দিকে কীর্তনখোলার চরবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক এবং বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

দুর্ঘটনাকবলিত লঞ্চের ৭০০ যাত্রীকে বিকল্প লঞ্চ এমভি মধুমতিতে উঠিয়ে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর দুর্ঘটনাকবলিত লঞ্চকে মধ্য চরবাড়িয়ার লামচড়ি পয়েন্টে নোঙর করিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন