
নিউজ ডেস্ক: ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশিদের স্মরণে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি।
শোকসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা রজব আলী, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অলোকা নন্দা দাস, জেড এ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, হাফেজ মো. শামীম, মুন্সি নাহিদুজ্জামান, শফিকুর রহমান পলাশ, তমাল কান্তি ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, শাহীন আলম প্রমুখ। শোকসভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আবার এদিকে, জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশিদের স্মরণে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়।