News71.com
 Bangladesh
 04 Jul 16, 12:38 AM
 408           
 0
 04 Jul 16, 12:38 AM

বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে ।। শিল্পমন্ত্রী

বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে ।। শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সর্বদা শান্তির কথা বলতেন। অথচ আজ সেই ইসলাম ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে। ধর্মের নামে মানুষ হত্যা করে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে ।

তিনি বলেন, ঢাকার গুলশানে দেশি বিদেশি ২২ জন মানুষকে হত্যা করা হয়েছে- যা ইসলাম সমর্থন করে না। মন্ত্র গতকাল সন্ধ্যায় ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জেলা আওয়ামিলীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন ।

আমির হোসেন আমু বলেন, এ দেশের সাধারণ মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় জামায়াত-বিএনপির আর্থিক সহায়তায় শিক্ষার্থীদের জঙ্গি বানাচ্ছে। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

জেলা আওয়ামিলীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পণির, ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. সুলতান হোসেন খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন