News71.com
 Bangladesh
 04 Jul 16, 12:36 AM
 386           
 0
 04 Jul 16, 12:36 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন কেরির ফোন।। সব ধরনের সহযোগীতার আশ্বাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন কেরির ফোন।। সব ধরনের সহযোগীতার আশ্বাস

নিউজ ডেস্কঃ গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে আজ রাতে শেখ হাসিনাকে ফোন করে সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জঙ্গিবাদের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতেও আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও সহানুভূতি জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।

জবাবে শেখ হাসিনা জন কেরিকে জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় তার সরকার পুলিশের 'কাউন্টার টেররিজম ইউনিট' গঠন করেছে। বাংলাদেশের পাশে থাকার জন্য বারাক ওবামাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন