
নিউজ ডেস্কঃ কাউন্টারে ঢুকে হাতে টিকিট নিয়ে নির্ধা রিত ভাড়া নেওয়া হচ্ছে কি-না তা চেক করে দেখলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
এ রকম কয়েকটি কাউন্টার পরিদর্শন শেষে তিনি জানালেন, ভাড়া ঠিক মতো নেওয়া হচ্ছে আর লম্বা ছুটি থাকায় যাত্রীর চাপও নেই। এর মধ্যে একটি কাউন্টারে গিয়ে মন্ত্রী বলেন, বেশি ভাড়া নিলে র্যাবের হাতে তুলে দেবো। ঘরমুখী মানুষের ঈদ যাত্রার খোঁজ নিতে আজ সকালে সায়েদাবাদে আসেন মন্ত্রী ।
এসময় জনপথ মোড়ের বেশ ক’টি বাস কাউন্টারে ঢুকতে দেখা যায় তাকে। যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। এর আগের এক সফরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মন্ত্রী সায়েদাবাদের ২টি কাউন্টার বন্ধ করে দিয়েছিলেন ।
তিনি বলেন, রাস্তার অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। মহাসড়কে ঠিক গতিতেই চলছে যানবাহন। রাস্তার অবস্থা যথেষ্ট ভালো। এতো ভালো রাস্তা এর আগে আমার জানা মতে কখনো ছিলো না। ২টি প্রধান সড়ক চারলেন হয়ে গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ যাত্রা অনেক স্বস্তিদায়ক হবে। এরই মধ্যে অনেকে বাড়ি চলে যাওয়ায় গাড়ি স্বাভাবিক গতিতে চলছে। গাড়ি স্পিড দিতে পারছে। বারে বারে আসা-যাওয়া করতে পারছে, যোগ করেন তিনি ।
মন্ত্রী বলেন, রোভার স্কাউট সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্বে রয়েছে। তারা কমিটমেন্ট নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। যেখানেই সমস্যা দেখছে, সমাধানে সেখানেই ছেলে-মেয়েরা ঈগলের মতো ঝাঁপিয়ে পড়ছে ।
ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ায় সায়েদাবাদে ২টি কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়ম না মানলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। রমজানে বেশি ভাড়া নিলে রোজাও হবে না- ঈদও হবে না । যারা কষ্ট করে রোজা রাখে, তাদের কষ্ট দিলে আল্লাহ নিজেও কষ্ট পান। কাজেই অতিরিক্ত ভাড়া আদায়ের দায় মালিক ও চালকদের উপর বর্তাবে। এ দায় কেউ অস্বীকার করতে পারবেন না ।
এরপর মন্ত্রী কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোভার স্কাউট সদস্যদের দায়িত্ব পালন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এবার ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রায় ১ হাজার রোভার স্কাউট সদস্য মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে। প্রতিদিন ৩ ধাপে ঈদের আগের রাত পর্যন্ত তারা কাজ করবে ।