News71.com
 Bangladesh
 03 Jul 16, 07:32 PM
 484           
 0
 03 Jul 16, 07:32 PM

বকেয়া বেতনের দাবিতে সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে মালিকের গুন্ডাদের হামলা , আহত ১০ ।।

বকেয়া বেতনের দাবিতে সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে মালিকের গুন্ডাদের হামলা , আহত ১০ ।।

 

নিউজ ডেস্কঃ বকেয়া বেতনের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রপ্তানিমূখী একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ সকালে সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লায় প্রতীক এ্যাপারেলস কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনাটি ঘটে। মালিক পক্ষের হামলায় এসময় অন্তত ১০জন আহত হয়েছে ।

জানাগেছে, গত ৬ মাস ধরে প্রতীক এ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন দেওয়ার কথা বলে টালবাহানা করে আসছিল। এর মধ্যে বেশ কয়েকবার বেতন পরিশোধের কথা থাকলেও তা না করে উল্টো শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল ।

আজ ৩রা ফেব্রুয়ারি বেতন পরিশোধের কথা বলে শ্রমিকদের কারখানায় আসার কথা বললেও সকালে হঠাৎই প্রতিষ্ঠান’টির মালিক কারখানা থেকে নিরাপত্তা প্রহরীর সহায়তায় দ্রুত বেরিয়ে যায়। তবে কারখানার অন্যান্য কর্মকর্তা কারখানার ভেতরেই অবস্থান করছে ।

প্রতিষ্ঠানটি’র শ্রমিকরা এসময় অভিযোগ করে জানান, কারখানা মালিকের ভাই সন্ত্রাসী নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এক পর্যায়ে সে শ্রমিকদের গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে বলেও জানায় তারা ।

এদিকে দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটি’র শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানায় তারা। প্রতীক এ্যাপারেলস কারখানার কমপ্ল্যায়েন্স অফিসার সোনিয়া আক্তার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান আপনারা যা পারেন লেখেন, লেখে কি করতে পারেন দেখি। আন্দোলন করলে শ্রমিকদের পিটিয়ে হাত পা ভেঙ্গে দেবো আমি ।

এদিকে প্রতীক এ্যাপারেলন্স ভবনটি বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার পরে জীবনের ঝুকি নিয়ে নিত্য দিন কাজ করছে শ্রমিকরা। এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান জানান শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে কারখানাটির সামনে পুলিশ পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন