
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য মোট ২২ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ৮২৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে অনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করা হয় ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ কোটি ১০ হাজার টাকা এবং উন্নয়ন আয়ের লক্ষ্যমাত্রা ১৯ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা। এতে ৫৯ লাখ ৯৪ হাজার ৮২৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণাকালে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম জানান, এই বাজেট আগামী দিনের শহর উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পূরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, মো. নিজাম উদ্দিন শেখ, সচিব মো. ইসমাইল হোসেন খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ওম্বার আলী ।