
নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জাপানের ৭ নাগরিক নিহত হওয়ার পর ঢাকা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা। আজ সকালে রেস্তোরাঁ পরিদর্শন শেষে জাপান অ্যাম্বাসিতে যান তিনি ।
এদিকে হামলার ঘটনা নিয়ে আজ কোনো এক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন তিনি। জাপানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, জাপানি নাগরিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে বলবেন তিনি। এরআগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ।