News71.com
 Bangladesh
 03 Jul 16, 04:38 PM
 342           
 0
 03 Jul 16, 04:38 PM

গাইবান্ধায় রংপুর চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

গাইবান্ধায় রংপুর চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধায় রংপুর চিনিকলের মালিকানাধীন ইক্ষুর জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা । আজ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন ।

সমাবেশে বক্তারা জানান, বর্তমান সরকার চিনি শিল্প রক্ষায় যখন বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন, তখন একটি চিহ্নিত গ্রুপ সরকারি সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করে সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন