News71.com
 Bangladesh
 03 Jul 16, 04:36 PM
 358           
 0
 03 Jul 16, 04:36 PM

আলমডাঙ্গায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক ।।

আলমডাঙ্গায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক ।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রাম থেকে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন মোহাম্মদ খোকন , জসিম উদ্দিন ও মদন আলী । পরে আটককৃত খোকনের স্বীকারোক্তিতে পুলিশ দেশি তৈরি একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করে ।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম হোসেন জানান, গোপন সূত্রের পাঁচকমলাপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচকমলাপুর গ্রামের বজলু শেখের ছেলে ডাকাত দলের সদস্য মোহাম্মদ খোকন, হাবিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন ও আবু রাশেদের ছেলে মদন আলীকে আটক করা হয়। পরে খোকনের স্বীকারোক্তিতে একই উপজেলার রংপুর গ্রামের একরামুলের বাড়ি তল্লাশি করে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একরামুল পালিয়ে যায় ।

ওসি আরও জানান, আটককৃতরা সকলেই ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন