News71.com
 Bangladesh
 03 Jul 16, 04:21 PM
 396           
 0
 03 Jul 16, 04:21 PM

ময়মনসিংহে মার্কেটে অগ্নিকাণ্ড।।

ময়মনসিংহে মার্কেটে অগ্নিকাণ্ড।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ শহরের স্টেশন রোডের হেরা মার্কেটের দু’তলায় একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (০৩ জুলাই) ভোর ৬টার দিকে ওই মার্কেটের পরমা ফ্যাশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে অগ্নিকাণ্ডে ওই দোকানের মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন