
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ শহরের স্টেশন রোডের হেরা মার্কেটের দু’তলায় একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (০৩ জুলাই) ভোর ৬টার দিকে ওই মার্কেটের পরমা ফ্যাশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে অগ্নিকাণ্ডে ওই দোকানের মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।