
নিউজ ডেস্কঃ গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (০৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের বাস্তবায়ধীন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেরে কাজ করতেন। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না।
‘গুলশানের এ হামলা বিশ্বব্যাপী সন্ত্রাবাদের একটা অংশ। এটা জাপান সরকারও জানে। রোববার জাইকার প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে আলোচনা করবে সরকার।’