News71.com
 Bangladesh
 03 Jul 16, 03:52 PM
 403           
 0
 03 Jul 16, 03:52 PM

পুরোহিত হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা।।

পুরোহিত হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৪৮) কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুরোহিতের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো বলে জানিয়েছেন তার ভাগনে প্রসেনজিৎ সিংহ।

মন্দির কমিটির সভাপতি রামপ্রসাদ সাধু খাঁ বাদী হয়ে গতকাল শনিবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ব্রহ্মরাজপুর গ্রামের আলমগীর হোসেনসহ জিজ্ঞাসাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ভোররাত চারটার দিকে সাত–আটজন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে হেলিকপ্টারযোগে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ভবসিন্ধুর ভাগনে মুঠোফোনে জানান, মামার শারীরিক অবস্থা কিছুটা ভালো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন