
নিউজ ডেস্কঃ আজ রবিবার (৩ জুলাই) বিকাল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনটি গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যায়লয়ে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে গুলশানে সন্ত্রাসী হামলা, পুরোহিত হত্যা, গুম-খুনসহ চলমান পরিস্থিতি নিয়ে খালেদা জিয়া কথা বলবেন বলে জানা গেছে।