News71.com
 Bangladesh
 02 Jul 16, 10:56 PM
 490           
 0
 02 Jul 16, 10:56 PM

সিএমএইচে নিহতদের মরদেহ।।

সিএমএইচে নিহতদের মরদেহ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান-২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের মরদেহগুলো ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ শনিবার (২ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে মরদেহবাহী ১৩টি অ্যাম্বুলেন্স ওই রেস্তোরাঁ থেকে বের হয়ে সিএমএইচ-এর উদ্দেশ্যে রওনা দেয়।

সংশ্লিষ্টরা বলেছেন, প্রচলিত নিয়ম অনুসারে সম্মিলিত সামরিক হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হবে। তাই সেখানে ঘটনাস্থল থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের পরিচয় নিশ্চিতের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার মোবাইল নম্বর ০১৭৬৯-০১২৫২৪।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের এডিসি মশিউর রহমান জানান, ঘটনাস্থল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। তাই এর আগ পর্যন্ত কেবল তদন্তকারী কর্মকর্তারাই ঘটনাস্থলে প্রবেশ করতে পারবেন। আর কাউকে সেখানে যেতে দেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন