
নিউজ ডেস্ক: ভিআইপিদের উল্টো রাস্তা ব্যবহার না করার অনুরোধ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ শনিবার গাজীপুরের চন্দ্রায় যানজট ও রাস্তার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এইসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমার মতো ভিআইপি যারা, তারাও যেন উল্টো রাস্তায় না যান, আমি বিশেষভাবে এ অনুরোধ করছি।’ যানজট নিরসনে নতুন উদ্যোগ নেয়া হয়েছে বলেন মুন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যানজট প্রবণ ১৬টি পয়েন্টে এবার ১ হাজার রোভার স্কাউট আজ শনিবার থেকেই কাজ শুরু করেছে। আমাদের যে প্রস্তুতি তাতে এবারের ঈদযাত্রার সূচনাতেই ভাল, কোনো যানজট হয়নি, আশা করছি শেষ পর্যন্ত ভাল যাবে। তখন এ সময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী নাহিদ রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।