
নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান এলাকায় হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে রয়েছে ৯ জন ইতালীয়, ২ জন মার্কিন ও ১ জন ভারতীয় বলে পরিচয় শনাক্ত করা গেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাউলো জেনতিলিনো বলেন, সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ৯ জন হলেন ইতালির নাগরিক।
নিহত ইতালির নাগরিকরা হলেন আদেলে পুগলিসি, মার্কো তন্দাত, ক্লদিয়া মারিয়া দ’আন্তোনা, নাদিয়া বেনেদেত্তি, ভিনসেঞ্জো দ’আলেত্রো, মারিয়া রিভোলি, ক্রিস্টিয়ান রোজি, ক্লদিও কাপেল্লি এবং সিমনা মন্তি।
তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম বলেন, ওই হামলায় দুইজন মার্কিন শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক তারুশী জৈন। তিনি বারকেলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ছাত্রী।
নিহত অপর মার্কিন ছাত্রী হলেন অবিন্তা কবির। সে মায়ামির এমোরি ইউনিভার্সিটির জর্জিয়া ক্যাম্পাসের ছাত্রী । জানাগেছে অবিন্তা কবির ঢাকায় তার পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি বাংলাদেশের বংশোদভূত মার্কিন নাগরিক ।