
নিউজ ডেস্কঃ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে আব্দুস সুবহান নামক এক ব্যক্তিকে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত আব্দুস সুবহান (৩৫) ডেমরার আল এরজাব টেক্সটাইল মিল নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুপারভাইজার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুবহানক ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
আহত সুবহানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শাকিলের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, দুপুরে ব্যবসায়িক কাজে প্রাইভেটকারে করে নিয়ে মোহাম্মদ শাকিলসহ চকবাজার গিয়েছিলেন সুবহান। সেখান থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকদের ঈদের বেতন বোনাস বাবদ তারা ২০ লাখ টাকা সংগ্রহ করেছিলেন।
প্রেস ক্লাবের উল্টো দিকে চারটি মোটর সাইকেলে আট যুবক প্রাইভেকারটিকে আটকায় বলে শাকিল পুলিশকে জানিয়েছেন। তিনি জানান সুবহান গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওই যুবকরা তার ডান উরুতে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।