News71.com
 Bangladesh
 02 Jul 16, 08:04 PM
 383           
 0
 02 Jul 16, 08:04 PM

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

 

নিউজ ডেস্ক: টাঙ্গাইল মির্জাপুরে দুর্বৃত্তদের হাতে তারা মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর এলাকায় দূর্গাপুর গ্রামের পরিমল সাহার কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা মিয়া মির্জাপুর উপজেলা লতিফপুর গ্রামের ফইজ উদ্দিন ব্যাপারির ছেলে।

উক্ত এলাকাবাসী বলেন, তারা মিয়া একই উপজেলার মির্জাপুর পৌরসভা পাহাড়পুর গ্রামের আসাদ মিয়ার জামাই। তিনি ১০ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়ি থাকতেন। তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালে দারোয়ানের চাকরি করতেন। সম্প্রতি তিনি কুমুদিনী হাসপাতালের চাকরি ছেড়ে কৃষি কাজে যোগ দেন। ঈদ উপলক্ষে নিজের জন্য কেনা শার্ট ফেরত দিতে গতকাল শুক্রবার দুপুরে বাড়ি থেকে মির্জাপুর বাজারের উদ্দ্যেশে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। আজ সকালে ওই এলাকায় এক নারী কলাবাগানে তারা মিয়ার লাশ পরে থাকতে দেখে। তারপরে এলাকাবাসী লাশটির পরিচয় নিশ্চিত করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, দূর্গাপুর গ্রামে তারা মিয়ার মৃতদেহ কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন