News71.com
 Bangladesh
 02 Jul 16, 08:00 PM
 421           
 0
 02 Jul 16, 08:00 PM

ফরিদপুরে আওয়ামিলীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ।।

ফরিদপুরে আওয়ামিলীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ।।

 

নিউজ ডেস্কঃ ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামিলীগের নেতা তিহার উদ্দিন মাতুব্বর সংসদ উপনেতার ইফতার মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে নগরকান্দা উপজেলার বিনুকদিয়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে ।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানিয়েছেন, উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংসদ উপনেতার ইফতার মাহফিলে অংশ নিতে এসেছিলেন সালথা আওয়ামিলীগ নেতা তিহার উদ্দিন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিনুকদিয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ।

নগরকান্দা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জানান, আমাদের উপনেতার ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিহার উদ্দিন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর এই মুহূর্তে নগরকান্দায় যখন শান্ত অবস্থা বিরাজ করছে ঠিক সে সময় জামায়াত-বিএনপির নেতারা এই হামলা চালিয়ে শান্ত পরিস্থিতেকে অশান্ত করতে এই ঘটনা ঘটিয়েছে। এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান আওয়ামিলীগের এই নেতা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন