News71.com
 Bangladesh
 02 Jul 16, 07:59 PM
 458           
 0
 02 Jul 16, 07:59 PM

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুরোহিতকে হেলিকপ্টারে করে ঢাকায় প্রেরণ ।।

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুরোহিতকে হেলিকপ্টারে করে ঢাকায় প্রেরণ ।।

নিউজ ডেস্কঃ দুর্বৃত্তদের হামলায় আহত পুরোহিত ভবসিন্দু বরকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে ।

আজ সকাল পৌনে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বিএসএমএমইউ হাসপাতালের উদ্দেশে রওনা হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

তার আগে সকাল সাড়ে ১০টায় তাকে নিতে হেলিকপ্টারটি ঢাকা থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছায়। আজ ভোর ৪টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। আহত পুরোহিত ভবসিন্দু বর একই উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের হাজারিনাম বরের ছেলে বলে জানা গেছে ।

স্থানীয়রা জানান, পুরোহিত ভবসিন্দু বর রাতে মন্দিরেই ঘুমাতেন। ভোর ৪টার দিকে মুখে কাপড় বাঁধা ৬-৭জন দুর্বৃত্ত স্থানীয় চৌকিদারকে মারপিট করে আটকে রাখে। তারপর তারা ঘুমন্ত ভবসিন্দুকে কুপিয়ে চলে যায়। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামানসহ সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন