News71.com
 Bangladesh
 02 Jul 16, 07:58 PM
 428           
 0
 02 Jul 16, 07:58 PM

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি ১জনের বাবাসহ ২ কনস্টেবল আটক ।।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি ১জনের বাবাসহ ২ কনস্টেবল আটক ।।

 

নিউজ ডেস্কঃ জয়পুরহাটে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশের চাকরিতে যোগদানের অপরাধে ২ কনস্টেবল ও ১জনের বাবাকে আটক করা হয়েছে । আটকরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মীর্জাপুর গ্রামের আ. সালাম ও তার ছেলে কনস্টেবল শাহিদুজ্জামান এবং একই উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত. কফিল উদ্দীনের ছেলে কনস্টেবল কবিরুল ইসলাম। আজ দুপুর ১২টায় জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য জানান ।

ওসি ফরিদ হোসেন জানান, মুক্তিযোদ্ধা কোটায় ২০১৫ সালের ২৮শে ফেব্রুয়ারি কনস্টেবল পদে যোগদান করেন তারা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টে তাদের সনদ ভুয়া প্রমাণিত হয় ।

পরে এ ঘটনায় জয়পুরহাট পুলিশ লাইনসের রিজার্ভ অফিসার আনিছুর রহমান বাদী হয়ে চলতি বছরের ২৭শে জুন একটি মামলা দায়ের করেন। গতকাল বিকেলে রাজধানীর ডিএমপিতে কর্মরত অবস্থায় ওই ২ কনস্টেবলকে এবং একই দিন পাঁচবিবি উপজেলার মীর্জাপুর গ্রাম থেকে শাহিদুজ্জামানের বাবা আ. সালামকে আটক করে পুলিশ। তাদের আজ দুপুরে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও ওসি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন