News71.com
 Bangladesh
 02 Jul 16, 07:32 PM
 413           
 0
 02 Jul 16, 07:32 PM

জঙ্গিরা ছক এঁকেই হামলায় অংশ নিয়েছিলো।। স্বারাষ্ট্রমন্ত্রী।।

জঙ্গিরা ছক এঁকেই হামলায় অংশ নিয়েছিলো।। স্বারাষ্ট্রমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে ‘হলি আর্টিজেন বেকারি’ রেস্টুরেন্টে জঙ্গিরা ছক এঁকেই হামলায় অংশ নিয়েছিলো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীনের জানাজা শেষে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন।

এই হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নাশকতা সৃষ্টির যে নীল নকশা, তার অংশ হিসেবে‌ এই হামলা।

এ সময় তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়ানোর আহ্বানও জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল জানান, হামলকারী যে ছয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে পুলিশ আগে থেকেই খুঁজছে। দায় স্বীকার করা আইএসের লিঙ্ক খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন