News71.com
 Bangladesh
 02 Jul 16, 02:53 PM
 447           
 0
 02 Jul 16, 02:53 PM

চৌদ্দগ্রামে বিদেশি অস্ত্রধারী ৩ ইয়াবা ব্যবসায়ী কারাগারে।।

চৌদ্দগ্রামে বিদেশি অস্ত্রধারী ৩ ইয়াবা ব্যবসায়ী কারাগারে।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি অস্ত্রধারী তিন ইয়াবা ব্যবসায়ীকে আজ শনিবার (২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর পূর্বে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের ইয়াকুব বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যা ব-১১ এর সদস্যরা।

আটককৃতরা হচ্ছেন বাড়ির মালিক মৃত আবদুল লতিফের ছেলে ইয়াকুব (৩০), ইদ্রিস মিয়ার স্ত্রী নাজমিন আক্তার (২৫) ও সদর দক্ষিণের সাতবাড়িয়া (হোসেনপুর) গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মিজানুর রহমান(৩৮)।

র্যা ব-১১ কুমিল্লা ক্যাম্পের মেজর মো. মোস্তফা কায়জার ও সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ইয়াকুবের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, ৬ হাজার ৯শ’ ৫০ পিস ইয়াবা, ২টি চাপাতি, ৩টি ছুরি, ৪টি সিসি ক্যামেরা এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ ৫৩ হাজার ৮শ’ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘র্যা ব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন