
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার ছেলে-মেয়ের মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন- উত্তর দলগ্রাম এলাকার ভ্যানচালক আব্দুল গফুর মিয়ার বাক প্রতিবন্ধী পারুল আক্তার (৩৪), তাদের ছেলে রানা মিয়া (১২) ও মেয়ে ঋতু মনি (৩)।
পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় বাবলু মিয়া বাঁশের খুঁটির মাধ্যমে বিলের ওপর দিয়ে অবৈধভাবে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেন। কয়েকদিন আগে ওই লাইনের বৈদ্যুতিক তার তার ছিঁড়ে বিলের মধ্যে পড়ে।
স্থানীয়রা বার বার অনুরোধ করলেও ওই তার সরিয়ে নেননি তিনি।
আজ দুপুরে রানার বন্ধু সোহেলকে নিয়ে বাড়ির পাশের ওই বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বন্ধুর এ অবস্থা দেখে সোহেল দ্রুত রানার মা পারুলকে খবর দেয়। এসময় পারুল তার মেয়ে ঋতু মনিকে কোলে নিয়ে রানাকে উদ্ধারের চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও তার দুই ছেলে-মেয়ের।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া বাবলু মিয়াকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।